• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল আবেদনের শুনানি মঙ্গলবার

প্রকাশিত: ১২:০৩, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল আবেদনের শুনানি মঙ্গলবার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল আবেদনের শুনানি মঙ্গলবার। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার (৬ মে) ধার্য করেছেন আপিল বিভাগ।

রবিবার (৪ মে) একুশে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আপিল বিভাগ জানিয়েছেন তারা মামলাটি মঙ্গলবার শুনবেন।

গত ১২ জানুয়ারি একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাস দেন হাইকোর্ট।

পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2