• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ

প্রকাশিত: ১২:৪৭, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
আরও ৪ মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ

চট্টগ্রামে আরও চার মামলায় গ্রেফতার দেখানো হলো সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। মঙ্গলবার (৬ মে) আগের মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। এ নিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ মোট পাঁচ মামলায় বর্তমানে কারাবন্দি চিন্ময়কে গ্রেফতার দেখানো হলো।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত আবেদনগুলো মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানির সময় কারাগার থেকে আসামি চিন্ময় দাসকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।

আইনজীবী আলিফ হত্যাসহ মহানগরীর কোতোয়ালী থানার চারটি মামলায় গত রবিবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। পরদিন আরও একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। সোমবার আদালতে আইনজীবী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

এরপর মঙ্গলবার পুলিশের ওপর আক্রমণ, কর্তব্যকাজে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি, হামলার অভিযোগের বাকি চারটি মামলার শুনানি শেষে আজ এ আদেশ এলো। এর মধ্যে একটি মামলার বাদী নিহত আলিফের ভাই।

রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2