• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৭২ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চেয়ে দুদকের চিঠি 

প্রকাশিত: ২২:৪৯, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
১৭২ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চেয়ে দুদকের চিঠি 

ফাইল ছবি

বিদ্যুৎ খাতে লুটপাটের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ সংক্রান্তে গঠিত ৫ সদস্যের অনুসন্ধান টিম ইতোমধ্যেই ১৭২ বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। 

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডসহ (পিডিবি) সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো নানা ধরনের তথ্য উপাত্ত চাওয়া হয়েছে।

পিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘুস গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প পাস করানো, সরকারি জমি দখল ও ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অনুসন্ধানের অংশ হিসাবে এসব নথি তলব করা হয়েছে।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। সরকারের তিন মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয়েছে ২ হাজার ৮৩০ কোটি ডলার। টাকার হিসাবে এর পরিমাণ প্রায় পৌনে ৪ লাখ কোটি টাকা। 

শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ করা হয়েছে ১ লাখ কোটি টাকা। একইসঙ্গে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে এনবিআরের শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগও অনুসন্ধান করছে দুদক।

বিভি/এসজি

মন্তব্য করুন: