আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল

৫ আগস্ট আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি হবে।
এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাতসহ ৭ জনকে বুধবার (২ জুন) সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
গত ১৯ জুন তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়। ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানায় বেশ কয়েকজন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
এদিকে, ট্রাইব্যুনালে আজ (বুধবার) গণঅভ্যূত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলার শুনানিও হওয়ার কথা।
বিভি/টিটি
মন্তব্য করুন: