• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না’

প্রকাশিত: ১৪:২৮, ৫ জুলাই ২০২৫

আপডেট: ১৫:০১, ৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না’

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না। বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনের ঐক্যমত উচ্চ আদালতের রায়ের পরিপন্থী বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তবে এটি নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।

জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করনীয় নিয়ে শনিবার (৫ জুলাই) ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার অপেক্ষা নাগরিক সমাজের ভুমিকা বেশী এই শিরোনামের পক্ষে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্রালয় এবং বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেয়। 

ছায়া সংসদ বিতর্কের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল এডভোকেট এম আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের চেতনা হচ্ছে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করা। 

সংবিধান নতুন করে লিখতে আপত্তি না থাকলেও অ্যাটর্নি জেনারেল মনে করেন, দেশের বর্তমান সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। তবে জনবিরোধী সংশোধনীগুলো বাদ দেয়া উচিত। 

বিতর্কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংরা কৃষি বিশ্ববিদ্যালয় জয়ী হয়। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2