• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্লগার অভিজিৎ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

প্রকাশিত: ২৩:৩৯, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ২৩:৪২, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ব্লগার অভিজিৎ হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী। তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিনের বিষয়ে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ফারাবীর আপিল গ্রহণ করেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। কতদিনের জামিন, তা লিখিত আদেশ পাওয়ার পর জানা যাবে।’

জামিন চাওয়ার পক্ষে তুলে ধরা যুক্তিতে বলা হয়, মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও কোনো জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করা হয়নি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীও তার নাম বলেননি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ফারাবী পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় তিনি জামিন পেলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: