• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীতে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ১২:৩৯, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীতে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে ডলার ব্যবসার জেরে বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় খোরশেদ সরদার ও শাহজাহান নামে দুই ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের দশ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

৩০শে জুলাই দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

আদালত সূত্রে জানাযায়, ডলার ব্যাবসার সুত্র ধরে গত ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারি রাতে শরিয়তপুর থেকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের একটি রসুন ক্ষেতে নিয়ে পেটের ডান পাশে কুপিয়ে হত্যা করা হয় বাবু খানকে। পরের দিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। সেই সাথে পুলিশবাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ মামলাটির তদন্ত শেষে খোরশেদ সরদার ও শাজাহান সরদারের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, হত্যাকাণ্ডটি ক্লুলেস ছিলো। কিন্তু পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে রহস্য উদঘাটন করে। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।

বিভি/এআই

মন্তব্য করুন: