• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ১২:৩০, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে আলাদা তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ সোমবার (১১ আগস্ট)। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক এই মামলাগুলো দায়ের করে।

এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সাক্ষ্য দেওয়ার জন্য আলাদা তিন মামলার বাদিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তে প্রাপ্ত আরো চারজনসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

এ মামলায় রাজউক, গৃহায়ন ও গণপূর্তের কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2