• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাপিয়া দম্পতির অবৈধ ‎সম্পদের মামলার রায় আজ

প্রকাশিত: ১১:২৪, ১৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পাপিয়া দম্পতির অবৈধ ‎সম্পদের মামলার রায় আজ

ছবি: শামীমা নূর পাপিয়া ও মফিজুর রহমান সুমন

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় দেওয়া হবে আজ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রায় ঘোষণা করবেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের।

সোয়া ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৪ অগাস্ট দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পরের বছরের মার্চ মাসে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে তাদের নামে ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে উল্লেখ করে দুদকের মামলায় বলা হয়, এসব অর্থ তারা অপরাধজনক কর্মকাণ্ডের মাধ্যমে আয় করেছেন। এর মধ্যে অর্থ পাচারের মামলায় গত ২৫ মে পাপিয়ার চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। 

বিভি/এআই

মন্তব্য করুন: