৮ বছর আগে ছাত্রদলকর্মী গুমের ঘটনায় আদালতে মামলা

আট বছর আগে চট্টগ্রামে তৌহিদুর রহমান সুমন নামে এক ছাত্রদলকর্মী গুম হওয়ার ঘটনায় চট্টগ্রাম আদালতে মামলা করেছে ভিকটিমের পরিবার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে গুম করার অভিযোগে মামলাটি করেন ভিকটিমের বড়ভাই মাহবুবুর রহমান। আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়, ২০১৮ সালের ১৩ জুন বাকলিয়া এলাকার একটি ব্যাচেলর বাসা থেকে গুম হন ছাত্রদলকর্মী তৌহিদুর রহমান সুমন। এ ঘটনায় তারেকুর রহমানসহ তিন ছাত্রলীগকর্মী জড়িত বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর সুমনকে ফিরে পেতে থানা পুলিশের কোন সহযোগিতা পাননি উল্লেখ করে উল্টো হয়রানীর শিকার হন বলে অভিযোগ মামলার বাদীর। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে একপর্যায়ে উচ্চ আদালতের দারস্থ হয় ভিকটিমের পরিবার।
কিন্তু, আদালত ঘটনা তদন্তের নির্দেশ দিলে পুলিশ তাও অগ্রাহ্য করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। আদালত আজ শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে ঘটনা তদন্তে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: