• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে আপিল বেঞ্চে রিভিউয়ের শুনানি আজ

প্রকাশিত: ০৯:২৬, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১২:০৮, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে আপিল বেঞ্চে রিভিউয়ের শুনানি আজ

আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানির প্রথম দিনে মঙ্গলবার রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেছেন আইনজীবীরা। তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে যুক্তি দেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আর এটি কোন রায় নয় বলে মনে করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। আজ (বুধবার, ২৭ আগস্ট) আবার শুনানি হবে আপিল বেঞ্চে।

তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া ত্রয়োদশ সংশোধনীর রায়ের ওপর ভিত্তি করে আওয়ামী লীগ ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচন করে। তবে, ২৪ এর ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ ৫ বিশিষ্ট নাগরিক। আবেদনে পক্ষভূক্ত হন বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ের ত্রুটি-বিচ্যূতি তুলে ধরেন আইনজীবীর। জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, যারা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হন। যারা খায়রুল হকের সাথে একমত হননি তারা কেউ সে পদে যেতে পারেননি। 

তবে, বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও ১৬ মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেয়া হয়। এটা আইনের দৃষ্টিতে কোনো রায়ই না। 

পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারার বাতিল হলেও ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের মাধ্যমেই চূড়ান্ত হবে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2