• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আত্মসমর্পণ করেও জামিন পেলেন না ছাত্রদল নেতা মিজানুর রহমান রাজ

প্রকাশিত: ১৩:১৮, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫৪, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আত্মসমর্পণ করেও জামিন পেলেন না ছাত্রদল নেতা মিজানুর রহমান রাজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৭ আগস্ট) আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মিজানুর রহমান রাজ নাশকতার ৪ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।

এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসেন। এ সময় তার সমর্থকরা আদালত চত্বরে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে শেরাবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।  

এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। পরে এ তিন মামলায় তাকে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। তখন তার সমর্থকরা স্লোগান দিতে থাকেন।  

এ বিষয়ে রাজের আইনজীবী নিহার হোসেন ফারুক গণমাধ্যমকে বলেন, সাবেক ছাত্রনেতা রাজের চার মামলায় নয় বছরের সাজা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে সাজা দেন। এসব মামলায় আজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, আমরা শিগগিরই এসব মামলায় মহানগর দায়রা জজ আদালতে আপিল করব।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2