আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফাইল ছবি
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় পাঁচ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ ছয়জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ (১৫ সেপ্টেম্বর) থেকে।
এ মামলায় গতকাল সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় গ্রেফতার থাকা আট আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে। এর পর সাক্ষ্যগ্রহণের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি বিচারপতি নজরুল ইসলাম। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ছাত্র-জনতার গণ-আন্দোলন চলার সময় গত বছর ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পাঁচজনের লাশের সঙ্গে মরণাপন্ন একজনকে পোড়ানোসহ মোট ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
গত ২১ আগস্ট মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ গঠন’ করে বিচার শুরু আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামলার মোট আসামি ১৬ জন। তাদের মধ্যে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে আট জনকে। বাকি আট জন পলাতক।
বিভি/এআই
মন্তব্য করুন: