• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মুফতি আমির হামজাকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আইনি নোটিশ

প্রকাশিত: ১৩:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুফতি আমির হামজাকে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আইনি নোটিশ

আমির হামজা (বায়ে) ও ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

সম্প্রতি এক ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে সম্মানহানিকর মন্তব্যের প্রেক্ষিতে জনসম্মুক্ষে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে আইনি নোটিশ প্রেরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডাকযোগে মুফতি আমির হামজার কুষ্টিয়ার গ্রামের বাড়ীর থীকানায় এই নোটিশ প্রেরন করা হয়েছে । 

নোটিশে বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ ও ইউটিউব ভিডিওর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে যে, মুফতি আমির হামজা নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে ও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় জাতীয় মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করেন। এই বক্তব্যের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

সাবেক শিক্ষার্থী হিসেবে এই ধরণের মনগড়া, অসত্য বক্তব্যে ব্যারিস্টার শিহাবের অনুভূতিতেও আঘাত লেগেছে মর্মে নোটিশে উল্লেখ করা হয় । আমির হামজার উক্ত বক্তব্য অস্বীকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রদান করলেও মুফতি আমির হামজা সেটার কোনরূপ প্রতিবাদ জানান নি অর্থাৎ তাঁর বক্তব্য ইত্মধ্যে অসত্য, মানহানিকর প্রমানিত হয়েছে।  
 
আইনি নোটিশটি শুধুমাত্র মুফতি আমির হামজার নিকট প্রেরণ করা হয়েছে। আইনি নোটিশে ৪৮ ঘন্টার মধ্যে প্রেস রিলিজ আকারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, বর্তমান ও সাবেক অভিভাবকবৃন্দ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কমিউনিটির নিকট কোন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে।একই সাথে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি (বিটিআরসি) এর নিকট মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপটি  অতি সত্ত্বর ইউটিউবসহ অন্যান্য প্লাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।  

নোটিশে চাহিত প্রতিকার না পেলে ফৌজদারি ও ক্ষতিপূরন আদায়ের দেওয়ানী আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2