• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

দুই মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৪৫ নেতাকর্মী

প্রকাশিত: ২০:৪৭, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুই মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ৪৫ নেতাকর্মী

২০১৩ সালের পল্টন ও শাহজাহানপুর থানার পৃথক দুই নাশকতা মামলা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।

সকালে মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে এ মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। পরে আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদের অব্যাহতি দেন। মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী থেকে এই তথ্য জানা যায়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুরের ও নাশকতার অভিযোগে এনে এ মামলা দায়ের করে পুলিশ। পরবর্তী এ মামলায় মির্জা আব্বাসসহ একাধিক নেতা কর্মী কারাগারে ছিলেন।

এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমেদ এই মামলার আসামি কিন্তু তিনি মৃত্যু বরণ করায় এ দুই মামলায় মোট ৪৫ জন আসামি থাকায় সবাইকে অব্যাহতি দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2