৮ জেলায় ই-বেইলবন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করলেন আইন উপদেষ্টা
দেশের ৮ জেলায় ই-বেইলবন্ড দাখিল পদ্ধতির উদ্বোধন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন, সংশ্লিষ্ট জেলাগুলোর কারা প্রশাসন। আইন উপদেষ্টা জানান, বেইল যথাসময়ে কারাগারে না পৌঁছানোয় জেল থেকে বিচারপ্রার্থীর মুক্ত হতে সময় লাগে। ই-বেইলবন্ডের কারণে সে সময় এখন কমে আসবে।
এই পদক্ষেপ, বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি, দুর্নীতি কমাতে সহায়ক হবে বলেও জানান উপদেষ্টা।
প্রথম দফায় নারায়ণগঞ্জে মাস তিনেক পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছিলো। তার সফলতায় নতুন করে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এ কার্যক্রম শুরু হলো।
বিভি/টিটি



মন্তব্য করুন: