• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার বিষয় যুক্ত করতে রিট

প্রকাশিত: ১১:৪৪, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:২৮, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধার বিষয় যুক্ত করতে রিট

ফাইল ছবি

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয় সংযুক্ত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সংবিধানের কোনো সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ছয় জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন সুলতানা এই রিট আবেদন দায়ের করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। তিনি বলেন, সংবিধানে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয়ে যথাযথভাবে উল্লেখ নেই। এই কারণে সংবিধানের কোনো উপযুক্ত স্থানে আলাদাভাবে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিষয় সংযোজন করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি।

রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। 

বিভি/এওয়াইএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2