• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হালিমা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর ও মামা শ্বশুরের যাবজ্জীবন

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৪, ১৬ মার্চ ২০২৩

আপডেট: ১৭:৪৩, ১৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
হালিমা হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর ও মামা শ্বশুরের যাবজ্জীবন

যৌতুকের টাকার জন্য গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আব্দুর রশিদের মৃত্যুদণ্ড ও শ্বশুর ও মামা শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন খাগড়াছড়ির আদালত

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহের এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, শ্বশুর সাহেব আলী ও তার শ্যালক (সাহেব আলীর) সিরাজুল ইসলাম। আদালত একইসঙ্গে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজনকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।  
  
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, ভিকটিম হালিমা বেগমকে যৌতুকের জন্য প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত আসামীরা। ২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত-পা বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হালিমা। 

এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার। 

বিভি/এইচএম/এইচএস

মন্তব্য করুন: