• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকা ওয়াসার উত্তম কুমারের নিয়োগ স্থগিত : হাইকোর্ট

প্রকাশিত: ১৯:২৭, ২৯ মে ২০২৩

আপডেট: ১৯:৩৪, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
ঢাকা ওয়াসার উত্তম কুমারের নিয়োগ স্থগিত : হাইকোর্ট

হাইকোর্ট-ছবি সংগৃহীত

ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া উত্তম কুমার রায়ের নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।সোমবার (২৯ মে) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এই আদেশ দেন।

রুলে উত্তম কুমার রায়ের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে গত ১৮ জানুয়ারি বাণিজ্যিক ব্যবস্থাপক পদে উত্তম কুমারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় ঢাকা ওয়াসা। পরে ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সরকার ১৫ মে রিটটি দায়ের করেন। রিটে ওয়াসার প্রবিধিমালা, ২০১০ লঙ্ঘন করে উত্তম কুমারকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

বিভি/ এইচএস

মন্তব্য করুন: