চট্টগ্রামে গৃহবধূ পারভিন আকতার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় গৃহবধূ পারভিন আকতার হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শরীফুল আলম ভুইয়া এ আদেশ দেন। মৃত্যদন্ড প্রাপ্তরা হলেন- ইয়াসিন, মনসুর, তৈয়ব ও ইসহাক। চারজনের মধ্যে ইয়াসিন কারাগারে থাকলেও বাকি তিনজন উচ্চ আদলাত থেকে জামিন নিয়ে এখন পলাতক।
২০১৬ সালের ৫ মার্চ রাত ৯টায় নগরীর বায়েজিদ থানার রৌফবাদ এলাকার ভিলা ভবনের তৃতীয় তলায় ডাকাত দল হানা দিয়ে স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদলের সদস্য ইয়াসিন ওই বাড়িতে এক সময় দারোয়ানের কাজ করতো। বাড়ির মালিক ইয়াসিনকে চিনে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নূর আলম বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিভি/এনজি
মন্তব্য করুন