২০কেজি গাঁজা, প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের ভাটিয়ারী থেকে ২০ কেজি গাঁজা, প্রাইভেটকারসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল আলম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রাইভেটকার যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে চট্টগ্রামের দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে র্যাব-৭,এর একটি দল ভোরে সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার’কে থামার সংকেত দিলে প্রাইভেটকারটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামি মো. সোহাগ মিয়া ও মো. বখতিয়ার মানিক নামে ২ জনকে আটক করা হয়।
পরবর্তীতে প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়।
বিভি/রিসি
মন্তব্য করুন: