ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার

ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ গ্রেফতার হয়েছে। শুক্রবার (৯ মে) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা শহরের ভুটিয়ারগাতী গ্রামের চান মুন্সির ছেলে সোহান এবং একই গ্রামের মস্তফার ছেলে রাজা।
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধের অভিযোগ উঠেছে, শুক্রবার (৯ মে) রাতে চাঁদা না দেওয়ায় সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ নামের একজনকে ধারালো অস্ত্র, রড, হকিস্টিক দিয়ে ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত সেনাসদস্যের মাথায় ৮ থেকে ১০টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
পরবর্তীতে সুবিচারের আশায় সেনাসদস্য সোহাগ যৌথ বাহিনীর কাছে যান। এরপর যৌথ বাহিনীর অভিযানে
চাঁদাবাজদের গ্রেফতার করে রাতেই ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: