• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নির্বাচনকে টার্গেট করে অনুসারীদের জামিন করাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ৩ অক্টোবর ২০২৩

আপডেট: ১৪:১৬, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
নির্বাচনকে টার্গেট করে অনুসারীদের জামিন করাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা: র‍্যাব

ফাইল ছবি

র‍্যাবের বিরুদ্ধে আগে থেকেই স্যাংশন আছে, এ নিয়ে ফোর্সের মধ্যে কোন অস্বস্তি নেই- জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।  জঙ্গি ও অপরাধ দমনে আগের মতোই কাজ চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনকে টার্গেট করে শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই হত্যাসহ বিভিন্ন অপকর্মের নির্দেশনা দিয়ে তাদের অনুসারীদের জামিনে বের হওয়ার ব্যবস্থা করছে। 

আশুলিয়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় সোমবার (২ অক্টোবর) রাতে আসামি সাগর ও তার স্ত্রী ঈশিতাকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিকভাবে আসামিদের কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে, তারই ভিত্তিতে সংবাদ সম্মেলনে সংস্থাটি বলছে, সাগর একজন সিরিয়াল কিলার। কারাগারে এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। সেই ব্যক্তিই তার রাজনৈতিক প্রতিপক্ষকে খুন করার জন্য সাগরকে জামিনে বের করে জুন মাসে। যদিও জামিনে বেরিয়ে সাগর ঐ রাজনৈতিক ব্যক্তির অনুসারীদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

২০২০ সালে মাত্র ২০০ টাকার জন্য সাগর একই পরিবারের ৪ জনকে খুন করেছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এসময় আমেরিকার ভিসানীতি নিয়েও কথা র‍্যাব কর্মকর্তা বলেন, র‍্যাবের বিরুদ্ধে আগে থেকেই স্যাংশন আছে, এ নিয়ে ফোর্সের মধ্যে কোন অস্বস্তি নেই। 
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2