• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল, ডিবিতে আয়ানের বাবা

প্রকাশিত: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৪:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে ইউনাইটেড হাসপাতাল, ডিবিতে আয়ানের বাবা

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ডিবিতে গেছেন আয়ানের বাবা শামীম আহমেদ।   

রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি। তিনি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আয়ানের বাবা শামীম আহমেদ জানান, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে, থানা পুলিশও আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা বহালতবিয়তে অফিস করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অব্যাহতিও দেয়নি। পুলিশও তাদের ধরছে না।

তার অভিযোগ, এঅবস্থায় তিনি ডিবি কার্যালয়ে এসেছেন- ডিবি প্রধানের কাছে লিখিত অভিযোগ করতে। তিনি বলেন, ডিবিই আমাদের শেষ ভরসাস্থল। আশাকরি, আসামিদের ডিবি গ্রেফতার করবে।


 

বিভি/এসএইচ/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2