• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

প্রকাশিত: ১৬:৪৭, ১৮ মে ২০২৪

ফন্ট সাইজ
তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীতে মোটরসাইকেল চুরির তিন মামলায় ৩টি মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- রাজু হোসেন ও মোঃ রাসেল ওরফে হৃদয়। শনিবার (১৮ মে) দুপুরে এই তথ্য জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে কাফরুলের তালতলা ও মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, একটি মোটরসাইকেল চুরির ঘটনায় গত ১৫ মে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে চুরি মামলা রুজু হয়। এরপর আশপাশের সিসিটিভি পর্যালোচনা ও গোপন তথ্যের ভিত্তিতে রাজু হোসেনকে কাফরুলের তালতলা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে রাসেল ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়। এ সময় হৃদয়ের কাছ থেকে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চুরির সাথে জড়িত মর্মে স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে জানান ওসি।

বিভি/এসএইচ/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2