• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার 

প্রকাশিত: ১৩:৩৮, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
এমপি আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার 

ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই সিয়ামের দায়িত্ব ছিলো এমপি আনোয়ারুল আজিমের মরদেহ টুকরো প্লাস্টিক ব্যাগে ভরে বিভিন্ন জায়গায় ফেলা। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ট্যাক্সিক্যাবও জব্দ করা হয়েছে। গাড়িটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে কলকাতা সিআইডি পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের তদন্তে বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের পর কলকাতা পুলিশের একটি দল মিন্টুরোডে গোয়েন্দা কার্যালয়ে আসার কথা রয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। তিনি নেপালে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহীন। পরে আমানসহ ছয়জন মিলে এমপি আজীমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ফেলা হয় অজ্ঞাত স্থানে। আক্তারুজ্জামান শাহীন আনারকে হত্যার জন্য পাঁচ কোটি টাকা দিতে চেয়েছিলেন।  

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2