সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দারকে ৪ দিনের রিমান্ড
নাশকতার মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
শহরের আরাপপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।
র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগসহ নাশকতার দুই মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ার্দ্দার আরাপপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়।
রাতেই ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে, আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিভি/টিটি
মন্তব্য করুন: