রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি, অর্থ-স্বর্ণালঙ্কার ও শিশু সন্তান লুট

প্রতীকী ছবি
রাজধানীর আজিমপুরে একটি বাসায় শুক্রবার (১৫ নভেম্বর) ডাকাতি করেছে সাবলেট ভাড়াটিয়া। নিয়ে গেছে আট মাসের কন্যা শিশুকেও। এ ঘটনায় তোলপাড় গোটা এলাকায়। শিশুটিকে উদ্ধারে চেষ্টা করছে পুলিশ।
আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এই ভবনের নিচ তলায় ৮ মাসের কন্যা শিশুকে নিয়ে থাকতেন আবু জাফর-ফারজানা আক্তার দম্পতি। পারিবারিক কলহের জেরে মাস দুয়েক ধরে মেয়ে জাইফা ও বৃদ্ধা মা'কে নিয়ে একাই থাকতেন সরকারি কর্মচারি ফারজানা আক্তার।
বাসার দারোয়ান ও ফারজানার সহকর্মীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তার সাথে পরিচয় হয় রাফা নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে ওই নারী সাবলেট হয়ে ওঠেন ফারজানার বাসায়। শুক্রবার সকালে রাফা জানায়, গ্রামের বাড়ি নওগাঁ থেকে চাল নিয়ে এসেছে তার ভাই। এমন অজুহাতে সকাল ৮ টায় বাসায় নিয়ে যান ৩ জন পুরুষকে। ঢুকেই চোখ হাত পা বেঁধে ফেলা হয় ফারজানার। লুট করে, স্বর্ণের গহনা, নগদ টাকা। নিয়ে যায় শিশু জাইফাকেও।
এ ঘটনায় তোড়পাড় শুরু হয় এলাকায়। পুলিশ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ। লালবাগ জোনের ডিসি জানিয়েছেন, শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।
১৬ বছরের দাম্পত্য জীবনে একটি সন্তান এই দম্পতির। ঘটনার পর শিশুর বাবা আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে, বিষয়টি নিয়ে কথা বলতে চান না শিশুটির মা ফারজানা।
বিভি/এমআর
মন্তব্য করুন: