বনানীতে পথশিশু ধর্ষণ: মূল অভিযুক্ত গ্রেফতার

ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো. আল আমিন (২১)। মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৭টা ৫০ এর দিকে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানা সূত্রে জানা যায়, রবিবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা হতে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One-Stop Crisis Centre) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বনানী থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেফতারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: