খাগড়াছড়িতে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজন আটক
খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী রাসেলকে আটক করেছে পুলিশ। সে সিএনজি চালক বলে জানা গেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় খাগড়াছড়ি শহরের অর্পণা চৌধুরী পাড়া এলাকায় ঘরে ঢুকে চুমকি দাসকে (৫০) নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ সময় নারীর গলার হার ও কানের দুল নিয়ে যায় তারা। নিহত চুমকী দাস একই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী।
এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তৎপর হয়ে উঠে একটি মহল। ঘটনাটিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা গেছে,সিএনজি চালক রাসেল চুমকি দাসের ছেলে প্রান্ত দাশ থেকে বেশ কিছুদিন আগে একলক্ষ টাকা ধার নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে রাসেল চুমকি দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিলো।
খাগড়াছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার বলেন, এটি বিচ্ছিন্ন ও চুরির ঘটনা। ঐ নারীর গায়ে থাকা স্বর্ণালংকার নিয়ে যেতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা নিছক অপপ্রচার।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চুমকি দাশের ছেলে প্রান্ত দাস সন্ধ্যায় গরম কাপড় নিতে বাড়িতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিভি/এসজি
মন্তব্য করুন: