• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ২ 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৯, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ২ 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। মামলা দায়ের করার তিন ঘন্টার মধ্যে পুলিশ ধর্ষক মো. মাফিজুল ইসলাম ও আবু তালেবকে গাজী গ্রেফতার করেছে। 

মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির এক কিশোরী ছড়ায় গোসল করতে যায়। এ সময় আগে থেকে সেখানে ওত পেতে থাকা দুই অজ্ঞাত যুবক ঐ কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে।

এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে বৃহস্পতিবার (১ মে) ধারা- ৯ (৩), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ধারা- ৮ (১)/৮ (২), পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন, ২০১২ দায়ের করে।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. খালেদ হোসেন জানান, মামলার দায়ের হওয়ার মাত্র তিন ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় আসামি মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজী (২৮) কে আটক করা হয়। ধর্ষিতা কিশোরী গ্রেফতারকৃত আসামিদের শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরাও তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2