জোড়া খুনের মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এক্সেস রোডে চলন্ত প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের মামলার আসামি মো. হাসানকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে ম্যাগজিন, গুলি ও ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন বলেন, উদ্ধার করা পিস্তলটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সেভেন পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তলের গুলির খোসা পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই খোসাটি গ্রেফতারকৃত হাসানের কাছ থেকে উদ্ধার করা পিস্তলের গুলির খোসা হতে পারে। পিস্তল ও খোসাটির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।
প্রসঙ্গত, গত ৩০ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অবৈধ বালু মহালকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে একাধিক মোটরসাইকেলে করে ফিল্মি স্টাইলে প্রতিপক্ষকে বহনকারী প্রাইভেটকারকে ধাওয়া দেয় আরেক সন্ত্রাসী গ্রুপ। ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার দূরে নগরীর বাকলিয়া এক্সেস রোডে আনার পর ওই প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে আবদুল্লাহ এবং মানিক নামে দুজনকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরো দুজন। হত্যাকাণ্ডের এ ঘটনার পর নিহতদের স্বজন ও আহতরা দাবি করেন, সম্প্রতি গ্রেফতার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
জোড়া খুনের এ ঘটনায় নগরীর বাকলিয়া থানায় খুনের শিকার মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর এই জোড়া খুনের মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: