• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খুলনায় যুবদল নেতাকে হত্যা ও রগকর্তন, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

খুলনা ব্যুরো

প্রকাশিত: ২৩:২৪, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
খুলনায় যুবদল নেতাকে হত্যা ও রগকর্তন, সিসিটিভি ফুটেজে তিনজন শনাক্ত

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যা মিশনে অংশ নেওয়া তিনজনকে সনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলে আসা তিন খুনিকে শনাক্ত করার পর তাদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছে। 

এদিকে, মাহবুবুর রহমান মোল্লাকে গুলি ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী।এই হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে এলাকার সর্বস্তরের মানুষ।

বিক্ষুব্ধ জনতার অংশগ্রহণে মিছিলটি দৌলতপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মীনাক্ষী হলের সামনে এসে শেষ হয়।এ সময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

অংশগ্রহণকারীরা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার মোটরসাইকেলে আশা হেলমেট পড়া তিন যুবক মাহবুব মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2