• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৯:২৩, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

রাজধানীর মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারনামীয় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। 

গ্রেফতাররা হলেন: সজীব ব্যাপারী (২৭) ও মো. রাজিব ব্যাপারী (২৫) ।

রবিবার (১৩ জুলাই) দিনপূর্ব রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটের দিকে নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে নেত্রকোণা জেলা হতে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম ।

প্রসঙ্গত, গত ৯ জুলাই (বুধবার) বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরআগে পুলিশ ও ‌‌র‍্যাব কর্তৃক পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনের গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করো হলো।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2