• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ময়মনসিংহে গলা কেটে মা-দুই শিশু সন্তানকে হত্যা

ময়মনসিংহ ব্যুরো 

প্রকাশিত: ১৩:৪১, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২২, ১৪ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহে গলা কেটে মা-দুই শিশু সন্তানকে হত্যা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা পৌর শহরের একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার হাইয়ুম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা, রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। আজ (সোমবার) সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফিরে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ৩টি উদ্ধার করে। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, মর্মান্তিক ও নৃশংস ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। অভিজ্ঞ টিম আসছে। ঘটনার রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। 

স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ভাই পলাতক রয়েছে। পরকীয়ার জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2