• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিউ মার্কেট এলাকা থেকে ১১০০ চাপাতি ও বিভিন্ন অস্ত্রসহ আটক ৯

প্রকাশিত: ০৯:০২, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নিউ মার্কেট এলাকা থেকে ১১০০ চাপাতি ও বিভিন্ন অস্ত্রসহ আটক ৯

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১১০০ সামুরাই চাপাতিসহ বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করেছে সেনাবাহিনী। ৯ জন ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ।

তিনি জানান, আটক ব্যবসায়ীরা তিন-চার মাস ধরে এ ধরনের অস্ত্র মজুদ করছে। বিভিন্ন সন্ত্রাসীদের স্বীকারোক্তি থেকে তিনটি দোকানের তথ্য মিলেছে উল্লেখ করে তিনি আরও জানান, সন্ত্রাসীরা এখান থেকে অস্ত্র কেনাসহ ভাড়ায় নিতে পারতো। তবে, এ ধরনের অস্ত্র বিদেশ থেকে এসেছে নাকি দেশের কারখানায় উৎপাদন হচ্ছে তা নিশ্চিত নয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ৩০৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে ৮ হাজারের বেশি গুলি। রাজধানীর তিনটি থানা এলাকা থেকে ৮১৮ জন অপরাধীকেও আটক হয়েছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ অনেক কমেছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: