• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

যুবদলের দু’পক্ষের দিনভর সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

প্রকাশিত: ২০:০৮, ২২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
যুবদলের দু’পক্ষের দিনভর সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত  সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। নিহত হিমেল সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কিশোরগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। 

এর জেরে শুক্রবার সকাল থেকে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ এবং বাড়ি ঘরে আগুন দেয়া হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন একজন। উভয় পক্ষের আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ। 

বিভি/এজেড

মন্তব্য করুন: