• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভৈরবে নিরাপদ খাদ্য অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ২৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ভৈরবে নিরাপদ খাদ্য অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন ও রেস্টুরেন্টে ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার বিকাল সাড়ে ৪ টায় শহরের দুর্জয় মোড় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে।

নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। 

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল প্রমূখ।
 
জানা যায়, ভৈরব উপজেলার দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ফ্রিজে রান্না খাবারের সাথে কাচা মাছ রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ টাকা ও শহরের স্টেডিয়ামে সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনের দায়ে অপর প্রতিষ্ঠান মালিক লিটন মিয়াকে ১ লাখ জরিমানা আদায় করা হয়েছে। 

এছাড়া বিপুল পরিমাণ অনিরাপদ ও অস্বাস্থ্যকর শিশু খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ভৈরব থানা পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

এ বিষয়ে কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, ভৈরবে দুটি প্রতিষ্ঠানের ফ্রিজে রান্না করা খাবারের সাথে কাচা মাছ রাখা ও অনুমোদন বিহীন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান। 

মন্তব্য করুন: