• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাচারকারীদের ফেলে যাওয়া বোটে মিললো ৮৫০ কেজি কাঁকড়া

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ২৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পাচারকারীদের ফেলে যাওয়া বোটে মিললো ৮৫০ কেজি কাঁকড়া

নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবন থেকে আহরণ  করায় প্রায় ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে ওই ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে কোস্টগার্ড স্টেশন কয়রা কর্তৃক সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঁকড়া যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করে কোস্টগার্ড। 

কোস্টগার্ড এর এ কর্মকতা আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2