পদ্মায় অবৈধ বালু উত্তোলন, গুড়িয়ে দেওয়া হলো দুই ড্রেজার মেশিন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
অবৈধ ভাবে বালু কাটার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান।
অভিযান শেষে তিনি বলেন, অনুমতি ছাড়া মরা পদ্মা থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তোলা হচ্ছিল। এ কারণে দুটি বড় শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়েছে। এ সময় স্থানীয়দের সতর্ক করে বলা হয়, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জমি, পুকুর বা নদী থেকে বালু কিংবা মাটি উত্তোলন করা যাবে না।
তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ, কৃষি জমি এবং জনজীবনে মারাত্মক ক্ষতি হয়। ফলে প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: