• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফজরের নামাজ পড়তে বেরিয়ে ছেলের মরদেহ দেখলেন বাবা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৫, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফজরের নামাজ পড়তে বেরিয়ে ছেলের মরদেহ দেখলেন বাবা

ভোরে ফজরের নামাজ পড়তে বাসার সামনে বেরিয়ে নিজের ছেলের মরদেহ পেয়েছেন বাবা। ভোলায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ আরিফ (৩০) ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বশির মাস্টারের একমাত্র ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তবে কে বা কারা সাইফুল্লাহকে হত্যা করে নিজ বাসার সামনে ফেলে রেখে গেছে তা এখনো নির্ণয় করতে পারেনি পুলিশ।

সাইফুল্লাহ’র বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বশির আহমেদ মাস্টার জানান, শুক্রবার রাতে একসাথে খাবার খেয়ে ঘুমাতে যাই। পরক্ষণে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে বাসার সামনে সাইফুল্লাহ আরিফের লাশ দেখতে পাই।

ব্যবসায়ী ও রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন। সাইফুল্লাহ আরিফ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি ভোলা সদর হাসপাতালের সামনে ব্যবসা করতেন।

এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, কেনো কি কারণে ঘটনা ঘটেছে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: