• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেনাবাহিনীর অভিযানে মিললো অস্ত্র তৈরির কারখানা, বিপুল অস্ত্র জব্দ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:১৪, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সেনাবাহিনীর অভিযানে মিললো অস্ত্র তৈরির কারখানা, বিপুল অস্ত্র জব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ছিন্নমূল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে কারখানা থেকে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করে। 

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, ১টি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোন এই অভিযান চালিয়েছে। আটককৃতদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: