• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান মাদকসহ গ্রেফতার

প্রকাশিত: ১৬:৩৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অনলাইন ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান মাদকসহ গ্রেফতার

অনলাইনে অবৈধ কাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বারিধারা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এ সময় ৬ দশমিক ৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করার পাশাপাশি আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন গণমাধ্যমকে জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেফতার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: