• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেফতার

প্রকাশিত: ১৫:১০, ৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার গ্রেফতার

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের পানালিয়া ওয়ান্ডেরালা গ্রীনপার্কে ভিতরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, শনিবার রাতে পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ রাত ৩টা থেকে ওই বাড়ির আশপাশে অবস্থান নেয়। 

ওসি আরও জানান, সাবেক অতিরিক্ত আইজিপি সামছুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে গুলশান থানায় ৭টি মামলা রয়েছে। এর ৫টি মামলায় তিনি জামিনে আছেন।  বাকি ২টির আদালতের পরোয়ানা ছিল। 

পুলিশ জানায়, এর মধ্যে তার নামে ৫ কোটি টাকার চেক ডিজঅর্নার মামলার পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর সকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাবেক এ অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: