• NEWS PORTAL

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ঘুষ নেওয়ার দায়ে দুদক কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত: ২০:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঘুষ নেওয়ার দায়ে দুদক কর্মকর্তাকে প্রত্যাহার

অর্থের বিনিময়ে অভিযোগ থেকে নাম বাদ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা। এ অভিযোগে ওই ব্যক্তিকে প্রত্যাহার করা হয়েছে। 

অভিযুক্ত কর্মকর্তা হলেন দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল হাসেম। তাকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালকের বিরুদ্ধে অভিযোগ থেকে নাম বাদ দিতে অর্থ দাবির একটি লিখিত অভিযোগ করেন একজন ভুক্তভোগী। অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তিনি দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2