• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নিউমার্কেটে চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ গ্রেফতার ১ 

প্রকাশিত: ১৩:৩৯, ১৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
নিউমার্কেটে চুরির ঘটনায় চোরাই টাকা উদ্ধারসহ গ্রেফতার ১ 

রাজধানীর নিউমার্কেট সিটি কমপ্লেক্স (বিশ্বাস বিল্ডার্স) মার্কেটে চুরির ঘটনায় চোরাই টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আলিম হাওলাদার (৩৬)। 

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ ও নিচ তলায় অজ্ঞাতনামা চোরেরা তালা ভেঙে ২০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় বাদী মো. মানিকের অভিযোগের প্রেক্ষিতে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানা পুলিশের একটি টিম মামলাটির তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে। এরপর গত শুক্রবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ০৪.৩০ ঘটিকায় বরগুনা জেলার বামনা থানাধীন পূর্ব বলায় বুনিয়া নামক গ্রাম হতে বামনা থানা পুলিশের সহায়তায় আলিম হাওলাদার গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাইকৃত টাকার মধ্যে নগদ এক লক্ষ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলিম হাওলাদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2