জুলাই যোদ্ধাদের নিয়ে ফেসবুকে কটূক্তি, অতঃপর সেই তরুণী গ্রেফতার
জুলাই আন্দোলন ও যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার হওয়া ওই তরুণীর নাম শেখ মিফতা ফাইজা। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি রাজশাহী নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ফাইজা জুলাই আন্দোলন ও যোদ্ধাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। সেই বিতর্কিত ভিডিওটি রিল আকারে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশের পর দ্রুত তা ভাইরাল হয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তার ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যালোচনা করে রাষ্ট্রবিরোধী মন্তব্যসহ কিছু বিতর্কিত কর্মকাণ্ডে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ফাইজা’কে ধরতে অভিযান শুরু করে। তবে প্রথম দফা অভিযানে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।
পরে রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে তিনি কয়েকটি অনলাইন গ্রুপে সক্রিয় ছিলেন।
তার বিরুদ্ধে বর্তমানে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: