সাবেক পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাররা হলো- ১। গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) ২। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ ইসতিয়াক মিলন (২৩) ৪। শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও ৫। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মোঃ ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে।
অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ ২ এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিভি/টিটি




মন্তব্য করুন: