• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

৩ বালতি তাজা ককটেল মিললো আ. লীগ নেতার বোনের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৯:৫০, ২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৩ বালতি তাজা ককটেল মিললো আ. লীগ নেতার বোনের বাড়িতে

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন জামাইয়ের বসতবাড়ি থেকে মিললো তিন বালতি ভর্তি তাজা ককটেল।

রবিবার (২ নভেম্বর) বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের স্বামী দেলোয়ার বেপারীর ভাড়াটিয়া আনোয়ার হোসেনের দোচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে তিনটি কাঠের গুঁড়ি ভর্তি বালতিতে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল পাওয়া যায়। অনুমান ১০০ টি ককটেল তৈরীর জর্দার টিনের খালি কৌটা উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল হতে অভিযুক্ত চর ডুমুরিয়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. হাসান বেপারীকে গ্রেফতার করা হয়। আটক মো. হাসান বেপারী মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন হোসেন পাটোয়ারির ভাগ্নে জামাই। উদ্ধারকৃত ৩ বালতি অবিষ্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, মোল্লাকান্দি কেন্দ্রীক সহিংসতায় ব্যাবহারের উদ্দেশ্য এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিলো। তিনি আরও জানান, আনোয়ার হোসেনের দ্বোচালা টিনের বসতঘরের পাশে কাজ করতে গিয়ে ড্রেনের ভেতর বালতিতে ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সেনাবাহিনীর ১৯ বীর, মুন্সীগঞ্জ সদর ক্যাম্পের নেতৃত্বে ড্রেন ও আনোয়ার হোসেনের বসতবাড়ি থেকে এসব উদ্ধার হয়। এছাড়া এসময় ৯৫টি জর্দা তৈরির কৌটা পাওয়া যায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2