চট্টগ্রামে ছেলের হাতে প্রাণ গেলো বাবার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহমেদ হোসেন নয়াপাড়া গ্রামের জলিল বক্সের ছেলে। ঘটনার পর পালিয়ে গেছে নিহতের ছেলে রিয়াদ হোসেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাওসার।
পুলিশ জানায়, রিয়াদ নিহত আহমেদের বড় ছেলে। সে গ্রামে টমটম চালায়। পারিবারিক বিষয় নিয়ে রাতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে আহমেদ মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে রিয়াদ পালিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা আহমেদকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিভি/এসজি




মন্তব্য করুন: